ভিআইপিদের জন্য আলাদা হাসপাতালের সিদ্ধান্ত নেই: স্বাস্থ্যমন্ত্রী

ভিআইপিদের জন্য আলাদা কোনো হাসপাতাল বা সুবিধা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হয়েছে’ গণমাধ্যেমে প্রচারিত এ খবর সঠিক নয়। সরকার এরকম কোনো ব্যবস্থা করে নাই। সকলের জন্য একই চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে।স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমি আহ্বান করছি কেউ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো বিবৃতি দিবেন না। এতে ভুল বোঝাবুঝি তৈরি হয় ও এটা সরকারের নীতি বহির্ভূত।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জন। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪১৪ জন। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ৪,১৮৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ জন, এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১০৮ জন।

গতকাল বুধবার নতুন করে ৩৯০ জন আক্রান্ত হয়েছিলেন এবং আরও ১০ জন মৃত্যুবরণ করেছিলেন। গতকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিলো ৩,৭৭২ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ছিলো ১২০ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরো পাঁচজন। গতকাল পর্যন্ত সুস্থ হয়েছিলেন ৯২ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।