হোম বাংলাদেশ মফস্বল ধামরাইয়ে করোনা ভাইরাস চিকিৎসা কেন্দ্র করার জন্য হাসপাতাল পরিদর্শন

ধামরাইয়ে করোনা ভাইরাস চিকিৎসা কেন্দ্র করার জন্য হাসপাতাল পরিদর্শন

মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ঢাকার ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের কৃষ্ণনগরে একটি হাসপাতাল প্রস্তুত করতে প্রয়োজনীয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে কিছুদিন পূর্বে। করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ঢাকা-২০ আসনের সাংসদ আলহাজ্ব বেনজীর আহমদের নির্দেশনায় এ পদক্ষেপ নেয়া হয়।
 কিন্তু সম্প্রতি করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে তিনি আরেকটি করোনা চিকিৎসা কেন্দ্র করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। ধামরাই উপজেলা প্রশাসনকে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে এমপি সাহেবের প্রস্তাবকৃত হাসপাতাল পরিদর্শন করার জন্য নির্দেশ দেন। সে অনুযায়ী  ধামরাইয়ের কালামপুর ঢাকা-আরিচা সংলগ্ন রাবেয়া মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা ও ডাঃ আলমগীর কবির। এসময় উপস্থিত ছিলেন উক্ত হাসপাতালের কর্ণধার ডাঃ জসিম উদ্দিন।
পরিদর্শন শেষে ভাইস-চেয়ারম্যান সোহানা জেসমীন মুক্তা জানান- আমরা এমপি সাহেবের নির্দেশক্রমে রাবেয়া মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছি। পরিদর্শনকালে সরজমিনে দেখেছি উক্ত হাসপাতালে ২৫টা কেবিন, ২৫০বেড, কনফারেন্স রুম, ডাক্তারদের থাকার সুব্যবস্থা ,হেলিকপ্টার নামার বড় মাঠ,পর্যাপ্ত রুম, অপারেশন থিয়েটার, এম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডারসহ অন্যান সুব্যবস্থা আছে। যোগাযোগ ব্যবস্থাও খুবই ভালো। এ বিষয়ে এমপি সাহেব ও সংশ্লিষ্ট সকলকে নিয়ে সভা করে দ্রুত চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।