হোম শিক্ষা ‘আমার ঘরে আমার স্কুল’ পাঠদানে ইংলিশ বিষয়ের ক্লাসে বাংলা বিভ্রাট

‘আমার ঘরে আমার স্কুল’ পাঠদানে ইংলিশ বিষয়ের ক্লাসে বাংলা বিভ্রাট

সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনাভাইরাস বিপর্যয়ের করণে সর্বত্র সতর্কতা জারি করা হয়েছে। যার আওতায় বন্ধ আছে সকল অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল খুললেই শিক্ষার্থীদের পরীক্ষা। কারো পি.এস.সি, কারো জে.এস.সি, কারো এস.এস.সি আবার কারো স্কুল টেস্ট। করোনাভাইরাস বিপর্যয়ের মধ্যে পড়ে অনির্দিষ্টকালীন এই বন্ধে শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। এমতাবস্থায় সরকারের তড়িৎ ও সময়োপযোগী সিদ্ধান্তে ‘সংসদ বাংলাদেশ টিভি’ চ্যানেলের মাধ্যমে ‘আমার ঘরে আমার স্কুল’ শিরোনামে শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প ব্যবস্থা হিসেবে পাঠদান কার্যক্রম চালু করা হয়েছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান ও গৃহশিক্ষকের প্রয়োজনীয়তা অনেকাংশে পূরণ হচ্ছে। পাঠদান কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীরাও অত্যন্ত আনন্দিত।

কিন্তু ইতোমধ্যে ক্লাস পাঠদান পদ্ধতির কিছু বিষয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভেদ দেখা যাচ্ছে। তার মধ্যে বিশেষত ইংলিশ ক্লাস। আমাদের দেশে স্কুলগুলোতে বাংলা ভার্সন ও ইংলিশ মিডিয়াম এই দুই ধরণের শিক্ষা পদ্ধতি চালু আছে। ইংলিশ মিডিয়াম স্কুলে বা ক্লাসে শিক্ষকগণ সকল বিষয়ে ইংলিশেই লেকচার দিয়ে থাকেন কিন্তু বাংলা ভার্সনে সম্পূর্ণ বাংলায়। এমনকি ইংলিশ ক্লাসগুলোতেও শিক্ষার্থীদের বুঝার সুবিধার্থে বাংলায় অনুবাদ করে দেয়া হয়। কিন্তু ‘আমার ঘরে আমার স্কুল’ পাঠদান প্রক্রিয়ায় তা ইংলিশ মিডিয়াম ক্লাসের মতো সম্পূর্ণ ইংলিশ লেকচার দেয়া হচ্ছে। ফলে বাংলা ভার্সনের শিক্ষার্থীদের সকল বিষয়ের ক্লাস ভালভাবে বুঝতে পারলেও ইংলিশ বিষয়ের ক্লাস বুঝতে সমস্যা হচ্ছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ইংলিশ বিষয় পড়ানোর সময় বাংলায় অনুবাদসহ বুঝানো হয়। ইংলিশ পড়ানোর সময় বাংলায় বুঝানো হলে শিক্ষার্থীরা ভালভাবে বুঝতে পারে।

‘আমার ঘরে আমার স্কুল’ এর ইংলিশ ক্লাসে সকল কথা ইংলিশে বলার কারণে বুঝতে সমস্যা হচ্ছে। তাই ইংরেজি ক্লাসে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষায় বুঝানো হলে শিক্ষার্থীরা সহজে বুঝতে পারবে। আশা করি কর্তৃপক্ষ পয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

আনিশা রহমান নূর;  শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা।