করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিপর্যয় মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের লোকদের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেছে ফ্রেন্ডস ক্লাব।
কর্মসূচির উদ্বোধন করেন উক্ত ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সরকার মাসুম। উদ্বোধনকালে তিনি এ কর্মসূচিতে সহায়তা করতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আপাতত এলাকায় অসহায় মানুষের মধ্যে প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ শুরু করা হচ্ছে। পরে গরিব মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দেওয়া হবে। এতে আরও জানানো হয়, তারা তাদের কার্যক্রমের আওতা আরও বড় করতে চায়। সেজন্য তাদের প্রচুর অর্থের প্রয়োজন। যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন, তবে তাদের কার্যক্রম পরিচালনা সহজ হবে।
তারা জামালপুর জেলার শীতলকূর্শা গ্রাম ও তৎসংলগ্ন এলাকার কর্মহীন নিম্নআয়ের মানুষের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, চিনি ও সাবান বিতরণ করে। তারা আশা রাখছে, দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শাহরিয়ার মামুন,ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোশাররফ হোসেন,ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু এবং সাধারণ সম্পাদক আলহাজ মাহমুদসহ নেতাকর্মীরা।ফ্রেন্ডস ক্লাবের সদস্য, এলাকার তরুণ সমাজের প্রতিনিধিসহ এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ত্রাণ বিতরণ কাজে অংশ নেয়।
পূর্বে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে করোনাভাইরাস মোকাবেলায় করণীয় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট ও সাবান বিতরণ করা হয়েছে। এ সময় ফ্রেন্ডস ক্লাবের স্বেচ্ছাসেবকরা এ সংক্রান্ত জনসচেতনতামূলক কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।