তেজগাঁও শিল্প এলাকায় করোনা সচেতনতা বৃদ্ধিতে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র

শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমানের নেতৃত্বে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ ও করোনা সচেতনতা বৃদ্ধির কাজ চলছে। এই সেবামূলক কাজের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে ঢাকা ১১ আসনের মাননীয় সংসদ সদস্য ও সরকারের সফল স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল। তিনি নিরলস ভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই করোনা দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাওয়ার আহবান জানান।

আজ কার্যক্রম চলছে তেজগাঁও শিল্প এলাকায়। এ সময় উক্ত ত্রাণ বিতরণ ও করোনা সচেতনতা বৃদ্ধির কাজে যোগদেন তেজগাঁও শিল্প এলাকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি জিললুর রহমান জীবন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা র সভাপতি মেহেদী হাসান আবিদ ,২৪ নং ওয়ার্ড সভাপতি আরমান প্রধান। বিভিন্ন ইউনিট এর ভিতর কাজ করছে জয় চন্দ্র দাশ, শেখ তানভীর, কামরুল হাসান শাকিল,আবীর হোসেন তুষার,আমজাদ হোসেন ইমন,আশিকুর রহমান ইমন। এ সময় সৈয়দ মিজানুর রহমান বলেন, বাংলাদেশ ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এসেছে। এদেশের মানুষ সকল দুর্যোগ এ একত্রিত হয়ে মোকাবিলা করেছে এবারও করবে। দেশের এই দুঃসময় যে সকল সংগঠক মাঠে থেকে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়াবে তাদের দল ও দেশ মূল্যায়ন করবে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের  সবাইকে একত্রে কাজ করার নির্দেশ দিয়েছেন।