আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছে সরকার। আপাতত ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সোমবার (১৬ মার্চ) বিকালে এ সংক্রান্ত আদেশ জারি হবে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ তথ্য জানান।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকে ব্রিফ করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম–আল–হোসেন বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে আমরাও বন্ধ ঘোষণা করবো। বিকালে বৈঠক করে বিষয়টি চূড়ান্ত করা হবে।
১৮-২৮ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে ঢাবি
করোনা ভাইরাসের জন্য সচেতনতা হিসেবে ১৮-২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১৬ মার্চ) আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে অনুষ্ঠিত এক জরুরি সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড.মো.আখতারুজ্জামান।
উপাচার্য বলেন, ‘গ্রীষ্মকালীন ছুটির সঙ্গে এই ছুটি পরবর্তীতে সমন্বয় করা হবে। বর্তমান পরিস্থিতিতে স্যোশাল ডিসটেন্স জরুরি বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘করোনা প্রতিরোধ সচেতনতা বৃদ্ধিতে অ্যাকাডেমিক কার্যক্রম যেমন ক্লাস রুম এবং পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সময়টি আমরা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখবো সেটি সামনে গ্রীষ্মকালীন ছুটির সঙ্গে সমন্বয় করা হবে। যাতে ১৮-২৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের দুটো গুরুত্বপূর্ণ কাজ ক্লাস এবং পরীক্ষার কার্যক্রম স্থগিত থাকবে।