‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে এমন নিঃস্ব করে দেওয়া হয়েছে’

ময়মনসিংহের গৌরীপুরে লুটপাটের পাশাপাশি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার মালিকানাধীন চালকলে। আগুনে পুড়ে গেছে ভেতরে রাখা কয়েকটি যানবাহনও। গতকাল বিকেলেছবি: কামরান পারভেজ

‘আমি পালিয়ে যখন তিন কিলোমিটার দূরের একটি বাজারে বসে ছিলাম, তখন দেখেছি অনেকেই মোটরসাইকেলে চালের বস্তা নিয়ে যাচ্ছেন। আমাদের হিসাবে ১৩ হাজার ৩০০টি চালের বস্তা ছিল।’

সরকার পতনের পর ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের এক নেতার চালকলে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার বর্ণনায় এভাবেই বলছিলেন ব্যবস্থাপক গৌরাঙ্গ চন্দ্র সিংহ। ৫ আগস্ট উপজেলার তাতকুড়া এলাকায় অবস্থিত আরএমজি অ্যাগ্রো ইন্টারন্যাশনাল নামের চালকলে এ ঘটনা ঘটে। কারখানার মালিক সোমনাথ সাহা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান।