আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, স্লোগানে উত্তাল পঞ্চগড়

একদফা দাবি আদায়ে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে অসহযোগ আন্দোলনে নেমেছেন আন্দোলনকারীরা। এ সময় তাদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে পঞ্চগড় শহর। বিক্ষুব্ধ হয়ে তারা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও মোটরসাইকেলে আগুন দেন।

সকাল সাড়ে ১০টার দিকে শহরের চৌড়ঙ্গী মোড়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় একদফা দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায় তাদের।
এ দিকে, আন্দোলনকারীদের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোথাও বাধা দেয়ার ঘটনা ঘটেনি। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে সটকে পড়তে দেখা যায়। শিক্ষার্থীরা অবস্থান নেয়ায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বন্ধ রয়েছে শহরের দোকানপাটও। শহরের প্রতিটি রাস্তা আন্দোলনকারীদের দখলে রয়েছে।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পঞ্চগড় আদালত চত্বর থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি চৌড়ঙ্গী মোড়ে এসে জনস্রোতে রূপ নেয়।

এর আগে শনিবার (৩ আগস্ট) সারা দেশে আন্দোলনকারীদের ওপর হামলা, নির্যাতন, গুম ও খুনের প্রতিবাদে শনিবার (৩ আগস্ট) বেলা ১১টায় বিক্ষোভ ও সমাবেশ শুরু করেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক সাধারণ শিক্ষার্থী। এ সময় বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।