হোম খেলা ক্রিকেট ‘এ’ দলের সঙ্গে মুশফিক-মুমিনুল যাচ্ছেন পাকিস্তান সফরে!

‘এ’ দলের সঙ্গে মুশফিক-মুমিনুল যাচ্ছেন পাকিস্তান সফরে!

পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আগামী মাসের মাঝামাঝি সময়ে ।টাইগারদের কথা রয়েছে বাবর আজমদের সঙ্গে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলার । আর এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। তবে তার আগে ৬ আগস্ট বাংলাদেশ ‘এ’ দল সফর করবে পাকিস্তানের মাটিতে।

সেখানে পৌঁছে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। শুরুতেই থাকবে চার দিনের ম্যাচ। আর এই সফরে যেতে পারেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির নির্ভারযোগ্য একটি সূত্র।

শুধু মুশফিক-মুমিনুল নন, দেখা যেতে পারে আরও কয়েকজন জাতীয় দলের খেলোয়াড়কে। সেক্ষেত্রে ওপেনার সাদমান ইসলাম, জাকির হাসান এমনকি মাহমুদুল হাসান জয়কেও দেখা যেতে পারে। আজ সোমবার চট্টগ্রামে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে ক্রিকেটাররা। আগামীকাল মঙ্গলবার অথবা বুধবার ঘোষণা হতে পারে বাংলাদেশের ‘এ’ দলের স্কোয়াড।

 

আগামী ২১ আগস্ট থেকে বাংলাদেশ-পাকিস্তানের দুই টেস্টের সিরিজ শুরু হবে। যেখানে ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম ও ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর করাচিতে দ্বিতীয় টেস্টে নামবে শান্ত-বাবর আজমের দল। এর আগে ১০ আগস্ট ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল।

New Era IT Village

x