হোম বাংলাদেশ জাতীয় আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে শিক্ষার্থী আবু সাঈদের পরিবার

আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে শিক্ষার্থী আবু সাঈদের পরিবার

আজ রবিবার (২৮ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন, কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের সদস্যরা । ইতিমধ্যে তারা ঢাকায় পৌছেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে শনিবার (২৭ জুলাই) ঢাকায় রওনা দেন তারা।

শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের সদস্যরা রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থান করছেন বলে নিশ্চিত করেছেন বেরোবির প্রক্টর শরিফুল ইসলাম। আজ রোববার (২৮ জুলাই) গণভবনে কোটা আন্দোলনে নিহত সবার পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশের হাসান।

জেলা প্রশাসক গণমাধ্যমকে বলেছেন, শিক্ষার্থী আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও তার স্ত্রী এবং ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তারা। সে ব্যবস্থা করা হয়েছে। তবে কখন দেখা হবে তা এখনো জানতে পারেননি।

 

শিক্ষার্থী আবু সাঈদের চাচাতো ভাই ওমর ফারুক বলেছেন, শনিবার সকালে রংপুরের জেলা প্রশাসক ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে শিক্ষার্থী আবু সাঈদের বাবা-মা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন শিক্ষার্থী আবু সাঈদ। আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। মা-বাবার ৯ সন্তানের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয়পড়ুয়া সন্তান ছিল আবু সাঈদ।

New Era IT Village