রাজশাহী কলেজে ছাত্রলীগের হামলা শিক্ষার্থীদের ওপর

রাজশাহী কলেজে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় আতঙ্ক ছড়ালে থমথমে পরিবেশ সৃষ্টি হয় পুরো কলেজে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে কলেজের রসায়ন ভবনের সামনে শিক্ষার্থীদের মারধর করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে বেশ কয়েক জন শিক্ষার্থী আহত হন । রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর (মো:) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এখন ঝামেলা নাই, ছাত্রলীগের ছেলেপেলে আছে। আমি তখন কলেজ অডিটোরিয়ামে ছিলাম। আমি তো দেখি নি, দু-একজনকে নাকি চড়-থাপ্পড় দিয়েছে। আমি গিয়ে আর কিছু পাই নি। যাদের ক্লাস শেষ হয়েছে তাদের বের হতে বলা হয়েছে।’

এ ঘটনায় আহত কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী রায়হান কবীর বলেন, ‘ক্লাস শেষ করে আমরা রসায়ন বিভাগের সামনে অবস্থান করছিলাম। আর কামারুজ্জামান ভবনের সামনে হয়ে ছাত্রলীগের একটা মিছিল আসছিল, সেটা খেয়াল করি নি। তারা পেছন পেছন এসে আমাকে চড়-থাপ্পড় মারতে থাকে। আমি দৌড়ে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের দিকে যাই। সম্ভবত কিছু একটা দিয়ে আঘাত করেছে, পরে শার্ট রক্তে ভিজে গেছে। শরীরের কয়েক জায়গায় জখম হয়েছে।

কোটা আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোটা আন্দোলনের কেউ না। ডিপার্টমেন্টে শুধু বলেছে আজ ক্লাস হবে না। আজকে আমরা ক্লাস বর্জন করব।

তবে এ বিষয়ে বক্তব্য নিতে কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফরকে একাধিক বার কল দিয়েও পাওয়া যায় নি।

New Era IT Village

  • Save