হোম বাংলাদেশ চাকরি জেলা প্রশাসকের কার্যালয়ের পথে মিছিল নিয়ে রাবি শিক্ষার্থীরা

জেলা প্রশাসকের কার্যালয়ের পথে মিছিল নিয়ে রাবি শিক্ষার্থীরা

রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা একটি গণস্বাক্ষর ফরম জেলা প্রশাসক বরাবর হস্তান্তর করবেন।

সরকারি চাকরিতে সব গ্রেডে কোটা সংস্কারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে গণপদযাত্রা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা একটি গণস্বাক্ষর ফরম জেলা প্রশাসক বরাবর হস্তান্তর করবেন।

আজ রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। সকাল ১১টায় মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে জেলা প্রশাসক কার্যালয়ের দিকে শুরু করেন শিক্ষার্থীরা।

এক দফা দাবিতে বিশ্ববিদ্যালয় থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত প্রায় চার কিলোমিটার মিছিল করবেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা চাই সরকারিভাবে আমাদের সিদ্ধান্তগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়া হোক। এজন্য আমরা ডিসি অফিসে যাচ্ছি।’

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে গত দুই সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন সারাদেশের সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। গত ৭ জুলাই থেকে ‘বাংলা ব্লকেড’ নামে অবরোধ কর্মসূচি শুরু হয়।

এর অংশ হিসেবে গত ১২ জুলাই রাজশাহী রেলপথ চার ঘণ্টা অবরোধ করেন তারা।

New Era IT Village