মিরপুরের রূপনগর বস্তিতে আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ২৫ ইউনিট

ঢাকার মিরপুরের রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে এ আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে ১৬ ও ২৫টি ইউনিট সেখানে কাজ শুরু করে। তাদের সঙ্গে সাধারণ মানুষও যে যার মতো পানি ও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাজু শিকদার এ সব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৯টা ৪৫মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুন নিয়ন্ত্রণে না আসলে পর্যায়ক্রমে ১৬ ও ২২টি ইউনিট সেখানে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।