ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

বিশ্বব্যাপী দ্রুত মহামারি রূপ ধারণ করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯)। চীনের উহান শহর থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন পর্যন্ত চার হাজারের অধিক লোকের প্রাণহানি ঘটেছে। এমন পরিস্থিতিতে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং কনজারভেটিভ দলের আইনপ্রণেতা নাডাইন ডরিস।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, বুধবার (১১ মার্চ) ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্যদের মধ্যে নাডাইন ডরিস হচ্ছেন প্রথম প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি। নাডাইন ডরিস বলেন, করোনা প্রতিরোধের সকল পরামর্শই আমি অনুসরণ করছি এবং নিজেই সেলফ-আইসোলেশন বা বিচ্ছিন্নভাবে বসবাস করতে শুরু করেছি।

ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্যে মহামারি এই ভাইরাসে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। তাছাড়া দেশটিতে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮২ জন।

চিকিৎসকদের মতে, করোনা ভাইরাস মানুষ ও প্রাণীদের ফুসফুসে সংক্রমণ করতে পারে। ভাইরাসজনিত ঠান্ডা বা ফ্লুর মতো হাঁচি-কাশির মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার প্রধান লক্ষণগুলো হলো- শ্বাসকষ্ট, জ্বর, কাশি, নিউমোনিয়া ইত্যাদি। তাছাড়া শরীরের এক বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে।

বর্তমানে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো ভাইরাসটি নতুন হওয়ায় এখনো কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। ভাইরাসটির সংক্রমণ থেকে বাঁচার একমাত্র উপায় সংক্রমিত ব্যক্তিদের থেকে দূরে থাকা। তাই মানুষের শরীরে এমন উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা।