নির্বাচন কর্মকর্তা ও সরঞ্জাম নিয়ে ফেরা এস বি রাফি সার্ভিস ট্রলারের মাঝি মোহাম্মদ বেলাল বলেন, ‘নির্বাচন শেষে ফেরার পথে নাইক্ষংদিয়া এলাকায় পৌঁছালে মিয়ানমারের উপকূলীয় এলাকা থেকে ট্রলারকে লক্ষ্য করে শতাধিক গুলি বর্ষণ করা হয়। ট্রলারে কয়েকটি গুলি লেগেছে।’
এ ব্যাপারে বিজিবি বা কোস্টগার্ডের কোনো বক্তব্য পাওয়া যায়নি।