হোম অর্থনীতি প্রথম দিন বেনাপোল থেকে ৫৪৯ যাত্রী নিয়ে যাত্রা করল মোংলা কমিউটার ট্রেন

প্রথম দিন বেনাপোল থেকে ৫৪৯ যাত্রী নিয়ে যাত্রা করল মোংলা কমিউটার ট্রেন

আজ শনিবার সকাল ১০টায় বেনাপোল রেলস্টেশন থেকে ৫৪৯ যাত্রী নিয়ে মোংলার উদ্দেশে মোংলা কমিউটার নামের ট্রেনটি ছেড়ে গেছে

যশোরের বেনাপোল স্থলবন্দর ও বাগেরহাটের মোংলা নৌবন্দরের মধ্যে নতুন স্থাপিত রেললাইনে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় বেনাপোল রেলস্টেশন থেকে ৫৪৯ যাত্রী নিয়ে মোংলার উদ্দেশে মোংলা কমিউটার নামের ট্রেনটি ছেড়ে গেছে। বেনাপোল স্থলবন্দর ও মোংলা সমুদ্রবন্দরের মধ্যে সরাসরি ট্রেন যোগাযোগ স্থাপিত হওয়ায় ব্যবসা-বাণিজ্যের গতি বাড়বে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।

বেনাপোল রেলস্টেশনের মাস্টার মো. সাইদুজ্জামান বলেন, সাতটি বগিসংবলিত মোংলা কমিউটার ট্রেনটি আজ সকালে বেনাপোল থেকে মোংলার উদ্দেশে ছেড়ে গেছে। প্রথম যাত্রায় ৫৪৯ যাত্রীর মধ্যে সরাসরি মোংলা স্টেশন পর্যন্ত যাত্রী ছিল ৩৭ জন। বেনাপোল থেকে মোংলা পর্যন্ত পৌঁছাতে সাড়ে তিন ঘণ্টা সময় লাগবে। এই ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোনো বগি নেই। সবই ননএসি শোভন চেয়ার। জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮৫ টাকা।

বেনাপোল রেলস্টেশন সূত্রে জানা যায়, আজ সকালে বেতনা এক্সপ্রেস নামে একটি ট্রেন খুলনা থেকে ছেড়ে ৯টা ২৫ মিনিটে বেনাপোল স্টেশনে গিয়ে পৌঁছায়। এরপর সেখান থেকে সকাল ১০টায় যাত্রী নিয়ে ট্রেনটি মোংলার উদ্দেশে যাত্রা করে। ট্রেনটি মোংলা কমিউটার ট্রেন নামে বেনাপোল ও মোংলার মধ্যে চলাচল শুরু করে। ১৩৮ কিলোমিটার এই রেলপথে মোট ৯টি স্টেশনে যাত্রাবিরতি দেওয়া হবে। খুলনার ফুলতলা পর্যন্ত এর সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় ৫০ কিলোমিটার, এরপর ফুলতলা থেকে মোংলা নতুন রেলপথে এ ট্রেনের সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার।

ট্রেনের এক যাত্রী বলেন, তিনি সকালে ভারত থেকে দেশে ফিরেছেন। প্রথমবারের মতো সরাসরি বেনাপোল থেকে কাটাখালী স্টেশন পর্যন্ত চলাচল করার সুযোগ পেয়েছেন। এর আগে খুলনা থেকে বাস বদল করতে হতো। কিন্তু এই ট্রেন চালু হওয়াতে সময় কম লাগবে। আর ভাড়াও কম। এতে তিনি খুব খুশি।

ব্যবসায়ীদের ভাষ্য, যাঁরা আমদানি-রপ্তানির ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তাঁদের জন্যে খুব সুবিধা হলো। এখন ট্রেনে করে সরাসরি মোংলা থেকে বেনাপোলে যাতায়াত করতে পারবেন তাঁরা। যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি মালবাহী ট্রেনও চালু করার দাবি জানান তাঁরা।

বেনাপোল রেলস্টেশন সূত্রে জানা গেছে, বেনাপোল থেকে ট্রেন ছাড়ার পর নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়া, বেজেরডাঙ্গা, ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালি, চুলকাটি বাজার, ভাগা ও দিগরাজ স্টেশনে যাত্রাবিরতির পর মোংলা পৌঁছাবে।

মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন এই রেলপথে প্রতিদিন সকাল ৯টায় বেনাপোল থেকে মোংলার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যাবে। বিকেল চারটায় আবার মোংলা থেকে বেনাপোলের উদ্দেশে ট্রেনটি ছেড়ে আসবে। ট্রেনটিতে মোট আসনসংখ্যা ৭১৬টি।