জাজিরায় করোনা রোগী হাসপাতাল থেকে পালানোর ৪ দিন পর লাশ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরায় করোনা রোগী হাসপাতাল থেকে পালানোর ৪ দিন পর লাশ উদ্ধার করেছে জাজিরা থানা পুলিশ। লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান ও স্থানীয় সুত্রে যানা গেছে, ১২ আগষ্ঠ জাজিরা উপজেলার পূর্ব আড়া চন্ডি গ্রামের মৃত আমির ফকিরের ছেলে সোনামিয়া ফকিরের (৬০), করোনা পজেটিভ রির্পোট আসে। ঐ দিন তার শ্বাস কষ্ঠসহ অন্যান্য উপসর্গ বেড়ে গেলে, বিকালে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। ১৭ আগষ্ঠ মঙ্গলবার রাতে সোনা মিয়া হাসপাতাল থেকে নিখোঁজ হন। তাকে অনেক খোজা খুজির পর ও পাওয়া যায়নি। আজ শনিবার সকালে জাজিরা সোনালী ব্যাংকের পিছনের একটি ডোবায় সোনা মিয়ার লাশ ভেসে উঠে। স্থানীয়রা দেখতে পেয়ে জাজিরা থানা পুলিশকে খবর দেয়। জাজিরা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরন করে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ৪ দিন আগে করোনা আক্রান্ত সোনামিয়া ফকির জাজিরা হাসপাতাল থেকে নিখোজ হয়। আজ আমরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করি।